ডং কোন দেশের মুদ্রার নাম

ডং কোন দেশের মুদ্রার নাম

ক. দক্ষিণ কোরিয়া

খ. ভিয়েতনাম

গ. চীন

ঘ. ভুটান

সঠিক উত্তর: খ. ভিয়েতনাম

এক নজরে ভিয়েতনাম সম্পর্কে জেনে নিই

ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার (Southeastern Asia) এরে একটি দেশ। এর রাজধানীর নাম হ্যানয়। ১৯৫৪ সালে ‘জেনেভা’ চুক্তির মাধ্যমে সপ্তদেশ ডিগ্রী অক্ষরেখায় বরাবর ভিয়েতনাম অস্থায়ভাবে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম এই দুটি অংশে বিভক্ত হয়।

১৯৭৬ সালের ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে দুই ভিয়েতনাম একত্রিত হয়।

বিস্তারিত আরো দেখুন নিচের সারণিতে

রাজধানীহ্যানয়
বৃহত্তম নগরীহো চি মিন সিটি
সরকারি ভাষাভিয়েতনামী
অফিসিয়াল স্ক্রিপ্টভিয়েতনামী বর্ণমালা
জাতীয়তাসূচক বিশেষণভিয়েতনামী
সরকারমার্কসবাদী-লেনিনবাদী এক-দলীয় রাষ্ট্র
রাষ্ট্রপতিল্যামের কাছে
প্রধানমন্ত্রীফাম মিন চিন
কমিউনিস্ট পার্টির মহাসচিবল্যামের কাছে
প্রধান বিচারপতিট্রুওং হোয়া বিন
আইন-সভাভিয়েতনামের জাতীয় পরিষদ
চীন থেকে স্বাধীনতা১৯৩৮
ফ্রান্স থেকে স্বাধীনতা২ সেপ্টেম্বর ১৯৪৫
পুনঃএকত্রীকরণ২ জুলাই ১৯৭৬
বর্তমান সংবিধান১৫ এপ্রিল ১৯৯২
আয়তনমোট      ৩,৩১,২১০ কিমি২ (১,২৭,৮৮০ মা২) (৬৫তম)
জনসংখ্যা২০১৯ আদমশুমারি       ৯৬,২০৮,৯৮৪ (১৫তম
ঘনত্ব২৯০.৪৮/কিমি২ (৭৫২.৩/বর্গমাইল) (৪৬তম)
জিডিপি (পিপিপি) ২০১৯ আনুমানিকমোট      $৭৭০.২২৭ বিলিয়ান[৩] (৩৫তম)

পরীক্ষায় আসা বিভিন্ন দেশের রাজধানীর নাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top