প্রমিত বাংলা উচ্চারণের ৫টি নিয়ম
প্রাককথন: বাংলা আমাদের মাতৃভাষা। মাতৃভাষা।মাতৃভাষা হিসেবে এ ভাষা আমাদের গৌরবের। এ ভাষায় কথ বলতে পেরে আমরা গর্ববোধ করি। এজন্য মাতৃভাষা হিসেবে আমাদের অবশ্যই প্রমিত শুদ্ধ বাংলা উচ্চারণ কথ বলা দরকার।
প্রমিতত বাংলা উচ্চারণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা:
প্রমিত বাংলা উচ্চারণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিম্নে আলোচনা করা হলো
প্রমিত বাংলা উচ্চারণের ৫টি নিয়ম
১. নিজ ভাষায় সুন্দর করে শুদ্ধ উচ্চারণে কথ বলটা মানুষের একটি বড় গুণ। বাংলা ভাষাকে, বাংরা সংস্কৃতিকে বাঁচিয়েত রাখতে হলে শুদ্ধরূপে বাংলা উচ্চারণের চর্চা দরকার। দেশের সসব অঞ্চলের মানুষ যাতে সহজভাবে বুঝতে পারে, তার জন্যও প্রমিত ভাষা চর্চার প্রয়োজন।
২। বাংলা ভাষার এক ও অভিন্ন মান বা প্রমিতি থাকা প্রয়োজন।
৩। বাংলা ভাষার উচ্চারণ শুদ্ধ না হলে কিছু ক্ষেত্রে অর্থের বিকৃতি ঘটে, শুনতে খারাপ লাগে, শ্রোতগণ হাসাহাসি করে। কাজেই আমাদের শুদ্ধ বাংলায় কথ বলা উচিত।
৪। বাংলা উচ্চারণের ক্ষেত্রে দেখা যায় , দেশের এমন কিছু ফোরমমে/পর্যায়ে আঞ্চলিকতাদুষ্ট ভাাষায় কথ বলা হচ্ছে, যা মোটেই কাম্য নয় । কারণ, সেখানে যারা কথা বলেন, তারা তো আদর্শ। তাদেরকে তো সবাই অনুকরন, অনুসরণ করবে, শিখবে তাদের বচন-বাচন। কিন্তু সেসব জায়গায়ই তো বড় সমস্যা। যেমন একটি বাক্যাংশের উচ্চরণধ্বনি ‘ শোংশোইদ শোদোইশ্শো’ (সংসদ সদস্য )! এটি জাতীয় সংসদের সাবেক একজন মাননীয় স্পিকারের মুখ নিঃসৃত বাক্যাংশ।
৫।‘ফুল ফোটে, পাতা ঝরে’ কেউ যদিগ শব্দবন্ধ দুটো উচ্চারণ করেন ‘পুল পোটে, ফাতা জোওড়ে’। আবার ‘ঝরে পড়া’ (ড্রপ আউট) শব্দটির উচ্চারণ করেছেন কেউ ‘ঝরে পড়া’ (ঝ+ও= ঝো
আরো পড়ুন