সমাজসেবা অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন ও সমাধান

সামাজিক সুরক্ষা , ক্ষমতায়ন ও উন্নয়নের মাধ্যমে দরিদ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নত জীবনযাত্রা নিশ্চিতকরণের জন্য সরকার ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় অপরাধপ্রবণ কিশোরদের সংশোধন, সামাজিক প্রতিবন্ধী মেয়েদের পুনর্বাসন, দুঃস্থ ও অসহায় ছেলে- মেয়েদের লালনপালন, শিক্ষা ও প্রশিক্ষণসহ পুনর্বাসন করা হচ্ছে। এছাাড়ও, পরিত্যক্ত নবজাত শিশুদের লালন-পালন, ভবঘুরে পুর্বাসন, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান, নিরাপদ আবাসনসহ বহুবিধ কার্যক্রম দেশব্যাপী বাস্তবায়নাধীন আছে।

আমরা সমাজসেবা অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন ও সমাধান দিয়ে আপনাদের পরীক্ষার ধারনা দিতে চেষ্টা করছি। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন।

১. বাংলাদেশের জাতীয় গাছের নাম কি?

ক) কলাগাছ

খ) আমগাছ

গ) কাঁঠালগাছ

ঘ) আপেলগাছ

উত্তর: আমগাছ

২. বাংলাদেশের Stock Exchange এর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নিম্নের কোনটি?

ক) Ministry of Finance

খ) Bangladesh

গ) SEC

ঘ) DSC

উত্তর: SEC

৩. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
ক) ইউ
খ) WTO
গ) NATO
ঘ) FIFA
উত্তর: খ) WTO
৪. গ্রীনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে?
ক) বৃষ্টিপাত কমবে
খ) নিম্নভূমি নিমজ্জিত হবে
গ) উত্তাপ বেড়ে যাবে
ঘ) সােইক্লোনের প্রবণতা বাড়বে
উত্তর: খ) নিম্নভূমি নিমজ্জিত হবে
৫, কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে কি বলে?
ক) RAM
খ) ROM
গ) হার্ডওয়্যার
ঘ) সফটওয়্যার
উত্তর: খ) ROM
৬. সুষম খাদ্যের উপাদান কয়টি?
ক) ৪টি
খ) ৫টি
গ) ৬ টি
ঘ) ৮টি
উত্তর: ৬ টি
ব্যাখ্যা: সুষম খা্রদ্যর উপাদান ৬টি , যথা- শর্করা, আমিষ,, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি।
৭. White Elephant দ্বারা কি বুঝায়?
ক) সাদা রং এর হাতি
খ) মজুতদার
গ) কালো বাজারজাতকারী
ঘ) কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক জিনিস
উত্তর: ঘ) কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক জিনিস
৮. CNG অর্থ কী?
ক) কার্বনযুক্ত নতুন পরিবেশ-বান্ধব তেল
খ) নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
গ) সীসামুক্ত তেল
ঘ) কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
উত্তর: ঘ) কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
৯. বাংলাদেশের সবচেয় উত্তরের জেলা কোনটি?
ক) দিনাজপুর
খ) লালমনিরহাট
গ) ঠাকুরগাঁ
ঘ) পঞ্চগড়
উত্তর: ঘ) পঞ্চগড়

১০. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক) ১৯০৫ সালে
খ) ১৯১১ সালে
গ) ১৯২১ সালে
ঘ) ১৯৩৫ সালেে
উত্তর: গ) ১৯২১ সালে
১১. সংসদ ভবনের স্থপতি কে?
ক) মাজহারূল হক
খ) লুই আইকান
গ) এফ. আর খান
ঘ) নভেরা আহমদ
উত্তর: খ) লুই আইকান

১২. মুজিবনগর কোথায় অবস্থিত?
ক) সাতক্ষীরায়
খ) মেহেরপুরে
গ) চুয়াডাঙ্গায়
ঘ) নবাবগঞ্জ
উত্তর: খ) মেহেরপুরে
১৩. কম্পিউটার কে আবিষ্কার করেন?
ক) উইলিয়াম আটরেড
খ) ব্রেইসি প্যাসকেল
গ) হাওয়ার্ড এইকিন
ঘ) আবাবাস
উত্তর: গ) হাওয়ার্ড এইকিন
১৪. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস-
ক) ১৪ ই ডিসেম্ভর
খ) ১৬ ই ডিসেম্বর
গ) ২১ ডিসেম্বর
ঘ) ২৩ ডিসেম্বর
উত্তর: ক) ১৪ ই ডিসেম্ভর
১৫. কেকাথায় সাঁতার কাটা সহজ?
ক) পুকুরে
খ) বিলে
গ) নদীতে
ঘ) সাগরেে
উত্তর: ঘ) সাগরেে
১৬. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-
ক) লক্ষ্মণ সেন
খ) ইলিযাস শাহ
গ) আকবর
ঘ) বিজয় সেন
উত্তর: গ) আকবর
১৭. বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি?
ক) বিটিটিবি
খ) বিটিসিসি
গ) বিটিসিএল
ঘ) বিটিআরসি
উত্তর :গ) বিটিসিএল
১৮. সম্প্রতি ভারত কোন নদীতে ‘টিপাইমুখ বাধ’ নির্মাণের পরিকল্পনা করেছে?
ক) গঙ্গা
খ) ফেনী
গ) বরাক
ঘ) ব্রহ্মপুত্র
উত্তর: গ) বরাক
১৯. কম্পিউটার হতে কম্পিউটার তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কি বলা হয়?
ক) ইন্টারকমৎ
খ) ইন্টারনেট
গ) ই-মেইল
ঘ) ইন্টারসীড
উত্তর: খ) ইন্টারনেট
২০. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
ক) শ্রীলংকা
খ) মালদ্বীপ
গ) বাংলাদেশ
ঘ) মালয়েশিয়া
উত্তর: গ) বাংলাদেশ

সমাসেবা অধিদপ্তরের বিগত সালে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র নিচে দেওয়া হলো। বিগত সালের প্রশ্ন দেখলে অনেকটা ধারণা নিতে পারবেন কেমন প্রশ্ন সমাজসেবা অধিদপ্তর করে। এতে করে আপনার এই পরীক্ষার প্রস্ততি অনেকটা সহজ হয়ে আসবে। আমরা চেষ্টা করব আপনারা যাতে বিগত সালের প্রশ্ন দেখে উপকৃত হতে পারেন।

২১. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
ক) মনিটর
খ) আউটপুট
গ) হার্ডওয়্যার
ঘ) সফটওয়ার
উত্তর :গ) হার্ডওয়্যার
২২. সকল শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা হয় কবে?
ক) ২০০৫
খ) ২০০৭
গ) ২০০৯
ঘ) ২০১১
উত্তর: ঘ) ২০১১
২৩. কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?
ক) সতীন
খ) বিধবা
খ) সপত্মী
ঘ) বিপত্মী
উত্তর: ক) সতীন
২৪. বিশ্ব অটিজম দিবস কোনটি?
ক) ২ ফেব্রুয়ারি
খ) ২ এপ্রিল
গ) সপত্মী
ঘ) বিপত্মী
উত্তর: খ) ২ এপ্রিল
২৫ মুক্তিযদ্ধের সময় কোন জায়গার নামকরণ করা হয় মজিবনগর?
ক) মেহেরপুর
খ) বৈদ্যনাথপুর
গ)গোলাপগঞ্জ
ঘ) আম্রকানন
উত্তর: ক) মেহেরপুর
২৬. সাধারণভাবে কোন কিছু করাকে কী বলে?
ক) বৃত্তি
খ) কাজ
গ) পেশা
ঘ) ক্যারিয়ার
উত্তর: ক) বৃত্তি

২৭. প্রেসিডেন্ট ডোলাল্ড জে ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট?
ক) ৪৩
খ) ৪৪
গ)৪৫
ঘ) ৪৬
উত্তর: গ)৪৫
২৮. ২০১৯ সালে বিশ্বকারপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে?
ক) ভারত
খ)বাংলাদেশ
গ) ইংল্যান্ড
গ) সাউথ আফ্রিকা
উত্তর: গ) ইংল্যান্ড
২৯. ২০১৭-২০১৮ করবর্ষ অনুযায়ী ব্যক্তির করমুক্ত সময়সীমা কত?
ক) ২,২০,০০০ টাকা
খ) ২,২৫,০০০ টাকা
গ) ২,৫০,০০০ টাকা
ঘ) ২,৭৫,০০০ টাকা
উত্তর: গ) ২,৫০,০০০ টাকা
৩০. ২০১৭-২০১৮ ার্থ বছরে বাংলাদে শ অর্থনেতিক প্রবৃদ্ধির লক্ষমাত্রার নির্ধারন করা হয়েছে-
ক) ৭.৪%
খ) ৭.২%
গ) ৬.৮%
ঘ) ৭.৮%
উত্তর:ক) ৭.৪%
৩১. The child ——- mother
ক) his
খ) her
গ) its
ঘ) none
উত্তর :গ) its
৩২. Apple প্রযুক্তির সাথে নিমেন্র কোন ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন?
ক) এ্যাডওয়ার্ড স্লোডেন
খ) ফিলিপ কটলার
গ) স্টিভ জবস
ঘ) মাইকেল শুমেকারপ
উত্তর: গ) স্টিভ জবস
৩৩. He had a ____ headache.
ক) strong
খ) acute
গ) serious
ঘ) bad
উত্তর: ঘ) bad
৩৪. The police is looking —– the case?
ক) after
খ) for
গ) up
ঘ) into
উত্তর: ঘ) into
৩৫. সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে – এর ইংরেজি অনুবাদ হলো:
ক) It is raining form morning
খ) It has been raining form morning.
গ) It has been drizzling since morning.
ঘ) It is drizzling since morning
উত্তর: গ) It has been drizzling since morning.
৩৬. শুদ্ধ বানান কোনটি?
ক) Humourous
খ) Humoxious
গ) Humorous
ঘ) Humorious
উত্তর: গ) Humorous
৩৭. একিটি sentence এর প্রয়োজনীয় অংশ হচ্ছে –
ক) Noun
খ) Pronoun
গ) Verb
ঘ) Adjective
উত্তর: গ) Verb
৩৮. নিচের কোন শব্দটি Plural?
ক) Actress
খ) Princes
গ) Princess
ঘ) News
উত্তর: খ) Princes
৩৯. Heart শব্দটির Adjective কী?
ক) heatful
খ) Hearten
গ) Heartening
ঘ) Heart
উত্তর: গ) Heartening
৪০. There is———– the phone right now.
ক) a little
খ) very little
গ) few
ঘ) very few
উত্তর: ক) a little

সমাজসেবা অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন ও সমাধান এভাবে সম্পূর্ণ দেওয়া অনেকটা কঠিণ হবে। তাই আমরা আপনাদের সুবিধার্থে সকল প্রশ্নের পিডিএফ করে এই সাইটে আপলোড করেছে। আপনারা যাতে সহজে ডাউনলোড করে নিজে পড়ে নিতে পারেন। যে সকল বিগত সালের প্রশ্ন পাবেন আপনি পিডিএফ ফাইলে তা নিচে দেওয়া হলো।

১. সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপাভাইজার ২০২৭

২. সমাজসেবা অধিদপ্তরের সহকারী শিক্ষক -২০১৭

৩. সমাজসেবা অধিদপ্তরের অফিস সহায়ক -২০১৭

৪. সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী ২০১৬

৫. সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার ২০১৩

৬. সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার

৭. সমাজসেবা অধিদপ্তরের উপজেলা সমাজসেবা অফিসার ২০০৮

৮. সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা অফিসার (হাসপাতাল) ২০০৭

৯, সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটর টাইপিস্ট ২০১৮

১০. সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার ২০১৪

১১. সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী / কম্পিউটর অপারেটর ২০১২

১২ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী ২০১২

১৩. সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার ২০১0

আরো পড়ুন –

বিদ্রোহী কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন দেখুন 2024

ভালো শ্রোতা হওয়ার কৌশল

ডং কোন দেশের মুদ্রার নাম

noun কাকে বলে কত প্রকার details in bengali

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top