Article kake bole koto prokar o ki ki

Article kake bole koto prokar o ki ki

ইংরেজিতে A,An এবং The কে Article বলে। অবস্হান এবং কার্য্ অনুযায়ী এরা সাধারণত Adjective হিসেবে পরিগণিত । Article noun কে qualify করে কোন ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট বা নির্দিষ্ট করে বুঝায়। Article adjective হলেও Adjective এবং Article এর মধ্যে কিছু পার্থক্য আছে।

যেমন-Adjective এর degree of comparison আছে,কিন্তু Article এর degree of comparison নেই । Article দু প্রকার।যথা-

a.Indefinite Article.

b.Definite Article.

a.Indefinite Article:

যে Article দ্বারা কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাকে Indefinite Article বলে।A এবং An Indefinite Article.

Indefinite Article সবসময় Singular noun এর পূর্বে বসে।

b.Definite Article:

The কে Definite Article বলে।কারণ এটি এক বা একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বুঝায়।

Definite Article singular এবং plural উভয় প্রকার Noun এর পূর্বে বসে।

চর্চার সুবিধার্থে Rules আকারে নিচে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলোঃ

Rules on Articles (Articles সংক্রান্ত নিয়মাবলি):

Article kake bole? koto prokar o ki ki?

Articles USES OF`A’(A এর ব্যবহার)

RulesExamples
1.Consonant দিয়ে আরম্ভ হয় এমন শব্দের পূর্বে/অনিদির্ষ্টতা বুঝাতেThis is a dog. It is a picture.
2.Vowel দিয়ে শুরু তবে উচ্চারণ ‘ইউ’এর মত হলে A ব্যবহুত হয়।He is a European This is a university.
3.`O’এই Vowel এর উচ্চারণ যখন ‘ওয়া’ র মত হয় তার পূর্বে A বসে।I saw a one –eyed man. A one day crecket match was held here.
4.সংখ্যাও পরিমাণবাচক শব্দের পূর্বে one বা েএক অর্থে A ব্যবহুত হয়।He had enough money to buy a car.
5.Singular common noun এর পূর্বে সমগ্র শ্রেণী বুঝাতে A বসে।A cow is a domestic animal.
6.What দিয়ে শুরু কোন exclamatory sentence এর predicate কোন countable singular Noun হলে What এর পরর্ A বসে।What a beautiful picture it is! What a clever boy he is!

USES OF `AN’(An এর ব্যবহার

1.Countable Singular Nounবা Noun phrase এর প্রথম বর্ণটি Vowel হলে এবং তার উচ্চারণ ইউ/ওয়া না হলে তার পূর্বে An বসে।She took an apple. He carried an umbrella.
2.Consonant দিয়ে আরম্ভ হলেও উচ্চারণ Vowel এর মত হলে An বসে।Rahim is an MP. Habib is an LLB.
3.`h’দ্বারা শুরু হওয়া শব্দে `h’উচ্চারণ যখন ‘অ’এর মতো হয় তখন সে সব শব্দের পূর্বে An বসে।He is an honest officer. An honuouable person will visit our college tomorrow.
(i)কোন বর্ণনার ক্ষেত্রে আমরা প্রথমে a,an ব্যবহার করি তারপর বর্ণনায় বিষয় শনাক্ত হলে তার পূর্বে The ব্যবহার করি।What is that? It is a house .What kind of horse is it?It is a race horse. What race horse is it?It is the race horse that loses all races.
(ii)যখন poural indefinite Countable Noun ব্যবহুত হয় তখন তার পূর্বে Article ব্যবহুত হয় না।They live in big bouses .They work in offices.They are businessmen. What kinds of horse are they?
(iii)`h’দ্বারা আরম্ভ হওয়া শব্দটির প্রথম syllable এ জোড় পড়লে `a’হয় জোর না পড়লে an হয়।a/an historian.a/an hotel a housewife. a/an historical place.

USES OF `THE’ (The এর  ব্যবহার) উচ্চারণ সতর্কত: Vowel এর পূর্বে ‘দি/দী এবং Consonant এর পূর্বে  দি/দী

1.নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বুঝাতে The ব্যবহুত হয়।The man standing in front of you is a dacoit. The water of this pond is dirty.
2.সমগ্র শ্রেণ বা জাতিকে বুঝালে Singular common Noun এর পূর্বে The বসে।The cow is a domestic animal The English are brave.
3.নদী,পর্বতমালা,সাগর,উপসাগর ,মরুভূমি,দ্বীপপুঞ্জ ইত্যাদির নামের পূর্বে The বসে।The padma is a large river. We crossed the Atlantic Ocean. This is the Bay of Bengal The Himalayas are coverd with ice. The sahara is adesert. The Andamans are a group of islands.
4.বিখ্যাত অট্রালিকা,রাজনৈতিক দল এবং সম্প্রদায়ের নামের পূর্বে The বসে।The Empire State Building is in London. The Awami League is a political party. India is populated with the Hindus.
5.কোন জাতির নামের পূর্বে The বসে।The English are brave. The Bangladeshis are hospitable.
6.বিখ্যাত গ্রন্হ এবং সংবাদপত্রের নামের পূর্বে The বসে।She recites the holy Quran. The Observer is a daily newspaper.
7.জাহাজ,উড়োজাহাজ,ট্রেন ইত্যাদির নামের পূর্বে the বসে।The Titanic sank for ever. The Boeing 747 arrived at Hazrat Shahjalal ® International Airpot. The Upakul Express reached Noakhali.
8.ক্রমিক সংখ্যা এবং মাসের তারিখের পূর্বে The বসে।She secured the first position in this examination. He was born on the 26th December ,1974.
9.গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার পূর্বে The বসে।She witnessed the second Word War. The French Revolution chandged the apperarance of France.
10.Adfective দ্বারা সমাজের কোন বিশেষ শ্রেণি বা গোষ্ঠী নির্দেশিত হলে তার পূর্বে The বসে।The poor are hated by the rich. The brave come out successful
11.Proper Noun দিয়ে তুলনা বুঝালে তার পূর্বে The বসে।Narayangonj is the Dundee of Bangladesh. Nazrul is the Byrom of Bangladesh.
12.কোন বর্ণনামূলক ভৌগোলিক অর্থ থাকলে তার নামের পূর্বে The বসে।The Punjab is supposed to be enriched with agricultural goods. The Deccan is situated in the south India.
13.Superlative degree এর পূর্বে the বসে।It is the cheapest dish on the menu. He is the bravest man in our locality.
14.নির্দিষ্টভাবে বুঝালে material কিংবা abstract Noun এর পূর্বে The বসে।The kindness of Mohsin is known to all. The gold of this ring is pure.
15.Comparative degree এর অর্থ যত ..তত এমন বুঝালে তার পূর্বে The বসে।The more you read,the more you learn. The sooner,the better.
16.কোন Noun কে বিশেষ গুরুত্ব দিতে The বসে।He is the singer of the naion . She is the messenger of the day.
17.দিকের পূর্বে definite aricle `the’ব্যবহুত হয়।Warmer weather is coming from the south. The sun rises in the east.

American বা Hospital+University এর পূর্বে সর্বদাই The ব্যবহার করে।

যে সকল ক্ষেত্রে Articles ব্যবহুত হয় না (Omission of Articles)

RulesExamples
1.Noun কে শনাক্ত করতে a,an,the ব্যতিত যেসব determiner ব্যবহুত হয় সেগুলো হচ্ছে-My, your,his, her, its, our, Rupom’s, their, this, that, these, those, any, some, most, both,all, Many, much, no, other, enough, several, one, two, seven, few, which, what ইত্যাদি। মনে রাখতে হবে যে,আমরা যখন এসব determiner ব্যবহুত করি তখন a,an,the ব্যবহার করি না।  
2.Uncountable Noun এর পূর্বে সাধারণত article ব্যবহুত হয় না।I am fond of X tea. She likes X milk.
3.Proper Noun এর পূর্বে সাধারণত article ব্যবহুত হয় না।X Bangladesh is rich in natural gas She lives in X Dhaka.
4.Material Noun এর পূর্বে সাধারণত article ব্যবহুত হয় না।X Iron is a useful metal. X Gold is a precious metal.
5.Abstract Noun এর পূর্বে সাধারণত article ব্যবহু হয় না।X Honesty is the best policy. X Forgiveness is a great virtue.
6.উদ্যান,ভবন,সড়ক,বিদ্যালয়,মহাবিদ্যালয়,হাসপাতাল ,মোড় ,বাজারের নামের পূর্বে সাধারণত article ব্যবহত হয় না।He goes to X college everyday. They went to X university. We went to X children’s park. She reached X Kaptan bazaar.
7.plural Noun সাধারণত অর্থে ব্যবহুত হলে ‍article ব্যবহুত হয় না।X Tigers are ferocious animals. X Cows are gentle animals.
8.সাধারণত অেএথ খাবারের নামের আগে article ব্যবহুত হয় না।She may invite you to X dinner. I shall invite you to X lunch.
9.সাধারণত মানবজাতি অর্থে মানুষ ,নারী এবং বাবা মা,চাচা চাচি,শিশু,মামা মামী ইত্যাদির পূর্বে ‍article ব্যবহুত হয় না।X Man is mortal X Woman is quarrelsome. X Children are found of sweets.
10.ভাষার নামের পূর্বে article ব্যবহুত হয় না।He speaks XFrench. She is expert in X English.
11.কিছু রোগ,কলা,বিজ্ঞান ইত্যাদি বিষয়ের নামের পূর্বে article ব্যবহুত হয় না।X Cancer is a fatal disease. She is taking up Honours degree in X Chemistry.
12.খেলার নামের আগে ‍article ব্যবহুত হয় না।She can play X football. You can’t play X criket.
13.দিন ও মাসের নামের আগে article ব্যবহুত হয় না।X January is the first month of the year. X Friday is a Government holiday.
14.উৎসবের নামের আগে article ব্যবহুত হয় না।X Eid-ul-Fitr is the beggest rellgious Festival of the Muslins. X Christmas is the religious festival of the Christians.
15.সাধারণত Idiomatic phrase এর আগে article ব্যবহুত হয় না।The live X from hand to mounth. She left the place X bag and baggage. They began to work x at once.
16.Adjective word দিয়ে শেষ হওয়া clause বা Sentence এ উক্ত adjective এর পূর্বে article ব্যবহুত হয় না।I am X innocent. He is X honest.

Article kake bole? koto prokar o ki ki?

Exercise

1.Choose the best answer from the alternatives:

  a.  Article বলা হয় –কে।

     (i) a,an ,the       (ii)shall will   (iii)am,is,are    (iv)and ,but

  b.Article কত প্রকার?

     (i)2       (ii)৩         (iii)৫           (iv)৪

  c.Definite article __

      (i)১টি       (ii) ২টি         (iii)৩টি          (iv)৪টি

  d.Indefinite article _

      (i)৩টি         (ii)২টি            (iii) ৬টি          (iv)৪টি

  e.পত্রিকার পূর্বে –বসে।

       (i)a          (ii)an            (iii)the          (iv)No article

2.Short questions:

   a.Article কয় ও কী কী?

   b.Article কত প্রকার?

   c.সাধারণত Vowel এর পূর্বে কী বসে?

   d.`An’ কোথায় বসে?

3.Broad questions:

   a.Article কত প্রকার ও কী কী?ব্যবহারসহ Definite ও Indefinite article আলোচনা কর।

 b.Fill in the gaps with ariclea where necessary.

Hazrat Muhammad (Sm) .is (a)__Iast Prophet of Allah and the leader of all prophers.He is (b)__greatest of men and teachers ever bonr on earth.His father Abdullah died before his birth,and his mother Amena died when he was only six.So he became (c)__orphan when he was still (d)__infant.He was brought up by (e)__nurse named Halima.

c.Fill in the gaps with articles Where necessary.

 (a)__American,(b)__Frenchman and (c)__English woman had been to Mexico city.(d)__capital of Mewico .They went sight seeting in a raxi.The three tourists were admiring the tall building in the city .(e)__American was very puound of tall building in new York.

d.Fill in the gaps with articles where vecessary.

 (a)___Sultan wanted to find (b)__ honest man to collect raxes in his kingdom.He invited applications and a number of people applied for (c)__job.(d)__Sultan was unable to choose an honest man.So he asked for (e)__advice of a wise counselor.

e.Fill in the gaps with articles where necessary .

  I live in Rafshahi .My elder brothe .Who is (a)__engineer.works in Dhaka.Last summer he asked me to stay (b)few days with him and sent me a plane ticket.That was my first journey by air. Arrived at(c)__airport about (d)__hour before the flight and checked in and waited in (e)__lounge.

f.Fill in the gaps with articles where necessary.

  Once there was a greedy king who always prayed to God for wealth.At last (a)__God granted his wish.Half(b)__hour later,as the king was sitting under (c)__apple tree in his garden,suddently (d)__ripe apple fell beside him.He picked it up.As he touched it.(e)__apple turned to gold.

g.Fill in the gaps with articles where necessary.

  Genvea lies at (a)__west end of lake geneva which is sixty five kilometers long.It is not (b)__big city.It has (c)__area of only fourteen square kilometers.You can walk across it from end to end in about (d)__hour.But Geneva is (e)__intenationally important city.

h. Fill in the gaps with articles where necessary.

 (a)__unhelthey man leads (b)__unhappy life.Once there was (c)__unhealthy man who went to (d)__MRCP to know (e)__interesting matter.

i.Fill in the gaps with articles where necessary.

  (a)__efficient banking system is (b)__essentail thing to put (c)__and of (d)__everlasting poverty from (e)__agricultural country.

j.Fill in the gaps with atticles where necessary.

appropriate preposition বাংলা অর্থসহ pdf

  (a)__educated person is different from(b)__uneducated person.(c)__educated are asset for a country .On (d)__other hand (e)__uneducate are liabilities.

Read More-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top