noun কাকে বলে কত প্রকার details in bengali

noun কাকে বলে কত প্রকার details in bengali

 A Noun is a Word used for naming some person or thing.

অর্থাৎ কোন ব্যক্তি বা বস্তুর নাম বুঝাতে যে Word ব্যবহুত হয়,তাই Noun বা বিশেষ্য।

A Noun is a word used as the name of a person ,place or thing.

অর্থাৎ ,কোন ব্যক্তি,স্হান কিংবা বস্তুর নাম বুঝাতে যে Word ব্যবহুত হয় ,তাই Noun বা বিশেষ্য।A Noun is a naming word.অর্থাৎNoun হল নামবাচক শব্দ।

  1. Mili is an innocevt girl.               
  2. I like cold water.
  3. This is Lily’s pussy cat.              
  4. Always speek the truth.
  5. Dhaka is a big city. 

উপরের Sentense গুলোতে Mili দ্বারা ব্যক্ত্রির নাম ,Water দ্বারা বস্তুর নাম,cat দ্বারা প্রানীল নাম,truth দ্বারার গুণের নাম এবং Dhaka দ্বারা স্হানের নাম বুঝানো হয়েছে। অতএব,এরা Noun.

আধুনিক Grammar বিশেষজ্ঞগনেল মতে,Noun প্রধানত দুই প্রকার – 

  1. 1. Concrete Noun (ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য)  
  2. 2. Abstract Noun(গুণবাচক বিশেষ্য)

ছকের মা্ধ্যমে Noun এর শ্রেণীবিভাগকে সংক্ষেপে উপস্হাপন করা হলোঃ

The Classification of Noun by the chart(ছকের মাধ্যমে Noun এর শ্রেণীবিভাগ)    

Nounবিশেষ্যShort presentation(সংক্ষিপ্ত পরিচয়)Example(উদাহরণ)
 Concrete Noun(গুণবাচকবিশেষ্য) বাহ্যিক বা দৈহিক অবিস্হিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলদ্ধি করা যায়,সে সব ব্যবহৃত NounAslam, cow,gold, Class, Dhaka, sand, tea, etc. 
Noun (বিশেষ্য)Short Preesntation(সংক্ষিপ্ত পরিচয়)Example(উদাহরণ)
Abstract Noun(গুণবাচক বিশেষ্য)কোন ব্যক্তি বা বস্তুর গুণ ,অবস্হা ও কার্যের নাম প্রকাশে ব্যবহৃত NounIndusry, illness, kindness.Truth etc.
Proper Noun(নামবাচক বিশেষ্য)যে Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি ,স্হাণ ও বস্তুর নাম বোঝায়Kamal Lily, Akhi, The Himalays, The Alps, Dhaka, Khulna etc.
Comon Noun(জাতিবাচক বিশেষ্য)যে Nounদ্বারা কোন এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায়।Boy,cow,thief,man,flower,poet,planet,drss etc.
Collective Noun(সমষ্টিবাচক বিশেষ্য)যে Noun দ্বারা একজাতিয় ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টিকে বুঝায়Tean,army,party,flock,jury,crowd,navy,committee etc.
Material Noun(বস্তুবাচক বিশেষ্য)যে Noun কোন পদার্থের সমুদয়অংশকে এককভাবে বুঝায়এবং তার অন্তর্গত কোন খন্ড বা অংশকে বুঝায় নাRice,sugar,milk,water,gold,Iron,silver,wood etc.

Concrete Noun (ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য)

যে Noun এর বাহ্যিক বা দৈহিক অবস্হান আছে,যাকে দেখা যায় এবং ইন্দ্রিয়ের (নাক ,কান,চোখ,জিহ্বা,ত্বক)সাহায্যে উপলদ্ধি(feel)করা যায়,তাকে Concrere Nounবা ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য বলা হয়।(A concrete,Noun is the name of an object that can be seen,touché,smell or tasited.)

যেমন-

  1. Gold is a precious metal.  
  2. Cow gives us milk..
  3.  Honeb tastes sweet.          
  4. Rahim is very honest.

উপরের Sentence গুলোতে মোটা অক্ষরের (Bold)শব্দগুলোর শারীরিক অবস্হিতি আছে,এগুলো দেখা যায়,স্পর্শ করা যায়।তাই এগুলো Concrete Noun.

Concrete Noun এর শব্দগুলোর মধ্যে কোনটি দিয়ে ব্যক্তি ,বস্তু বা স্হানের নাম বুঝায়  আবার কোনটি দিয়ে এদের সমষ্টি বুঝায় আবার কোনটি দিয়ে একজাতীয় সকলের সাধারণ নাম বুঝায়।এসব বিচারে Concrete Noun কে আবার নিম্নোক্ত চার ভাগে ভাগ করা যায়।যথা-

  1. Proper Noun. (নামবাচক বিশেষ্য) 
  2. Commn Noun.(জাতিবাচক বিশেষ্য)
  3. Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য) 
  4. Material Noun(পদার্থবাচক বিশেষ্য

নিম্নে এদের সম্পর্কে আলোচনা করা হলো- 

Propre Noun (নামবাচক বিশেষ্য)  

যে Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি বা স্হানের নাম বুঝায় তাকে proper Noun বা নামবাচক বিশেষ্য বলে।

যেমন-

Dhaka is the capital of Bangladesh.  

Rahim is my friend.

Common Noun (জাতিবাচক বিশেষ্য)

 যে Noun দ্বারা এক জাতীয় প্রাণী বা বস্তুর কোন একটিকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতির প্রত্যেকটিকে সাধারণভাবে বুঝায় তাকে Common Noun বা জাতিবাচক বিশেষ্য বলে।যেমন-

The cow is a four –footed animal.  

The Lion is the king of beast.

Collective Noun: (সমষ্টিবাচক বিশেষ্য)

 যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে কতকগুলো ব্যক্তি বা বস্হুর সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun সমষ্টিবাচক বিশেষ্য বলে।যেমন-

The army wal deployed.   

A new committee  has been formed.

Noun of Multitudes: Collective Nounযখন সমষ্টিকে সমগ্রভাবে না বুঝিয়ে পৃথকভাবে বুঝায় ,তখন তাকে Noun of Multitude বলে।Noun of Multitude িএর পরেVerb plural number হয়।যেমন-

The jury are divided in their opinions (not is).

The committee are divided in their decisions (not is).

Material Noun (পদার্থবাচক বিশেষ্য)

 যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থের নাম বুঝায়,যাকে গণনা করা যায় না তবে ‍ওজন দ্বারা পরিমাপ করা যায় তাকে Material Noun বা পদার্থবাচক বিশেষ্য বলে।যেমন-

Gold is a precious metal.    

 Milk is very nutrias food.

Abstract Noun (গুণবাচক বিশেষ্য)

যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর গুণ,অবস্হা বা কার্যের নামকে প্রকাশ করা হয়,যার কোন অবস্হিতি (existence)নাই ,যাকে ইন্দ্রিয়ের সাহায্য স্পর্শ করা যায় না শুধু কল্পনার সাহায্যে চিন্তা করা যায় কিংবা অনুমান করা যায় তাকে Abstract Noun বলে।(An A bstract Noun is the name of quality of an object.)যেমন-

Honesty is the best policy.   

Everybody loves him for his simplicity.

Abstract Noun সাধারণত Adjective verb Common Noun থেকে তৈরি করা যায়। যেমন-

Adjective : honest থেকে honesty,kind থেকে kindlness.

Verb: grow থেকে growth ,obey থেকে obedience

Common Noun : child থেকে Childhood ;salve থেকে slavery

Noun এর প্রকারভেদ নিম্নোক্ত ছকের মাধ্যমে আরও স্পষ্টভাবে দেখান হলোঃ

Noun

Concrete Noun (ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্যAbstract Noun(গুণবাচক বিশেষ্য)
Pencil, Book, Karim, paperKindness, poverty. Honest , Truth, Choice
Proper Noun(নামবাচক বিশেষ্য)Common Nounজাতিবাচক বিশেষ্য)Collective Noun(সমষ্টিবাচক বিশেষ্য)Material Nounবস্তুবাচক বিশেষ্য
1.Dhaka1.Poet1.Class1.Iron
2.Padma2.City2.Army2.Gold
3.Rahim3.Cow3.Cow3.Mild
4.The Quran4.Man4.Main4.Walter
5.Bangladesh5.Tree5.Party5.Coal

বিভিন্ন ধরনের Abstract Noun

Noun,Adjective এর শেষে –ness,-tion,-hook,-ship,-dom,-ment,-ism,-th,-ty,-ce,-cy প্রভৃতি যুক্ত করে abstract noun গঠনঃ

AdjectiveAbstract NounAdjectiveAbstract Noun
CruelCrueltyGookGoodness
PoorPovertyDarkDarkness
KindKindnessTrueTruth
SpeetSweetnessVacantVacancy
HomanHumanityWideWidth
WiseWisdom  
VerbAbstract NounVerbAbstract Noun
ActActionProtectProtection
ChoseChoisePunishPunisment
ExpectExpectationServeService
IgnoreIgnoranceConverseConversation
JudgeJudgementEducateEducation
DepartDepartment  
Common NounAbstract NounCommon NounAbstract Noun
BoyBobhookAgentAgency
InfantInfancyLeaderDeadership
ChildChilhoodFriendFriendship
HeroHeroismpatriotPatriotsim

Countable Noun and Uncountable Noun

উপরোক্ত Noun গুলোর কতকগুলোকে গণনা করা যায় আবার কতকগুলো গণনা করা যায় না। এ বিচারে সমগ্র Noun কে দুভাগে ভাগ করা যায়।যথা-

  1. 1. Countable Noun
  2. 2. Uncountable Noun.

দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে

Countable Noun

(গণনাবাচক বিশেষ্য)

যেসব Word কে গণনা করা যায় সেগুলোকে বোঝায়

River, flower, pen, book, bag, pencil, etc.

Uncountable Noun(অগণনাবাচক বিশেষ্য)যেসবNoun কে গণনা করা যায় না পরিমাজ করা যায় সেগুলোকে বোঝায়Milk, water, wook , salf, beauty, etc.

Countable Noun

যে সকল Noun কে সংখ্যা দিয়ে গণনা করা যায় তাকে Countable Noun বলে।যেমন-

There are three madrasah in our village.  

 I need two chairs.  

There are five books on the table.

উপরে ‍Sentence গুলোতে underline করা শব্দগুলো সংখ্যা দ্বারা গণনা করা যায়। অতএব madrsash. Book,chair এ শব্দগুলো Countable Noun.

Proper Noun,Common Noun ও Collective Noun গুলো এমন কিছুর নাম বুঝায় যেগুলো সংখ্যঅ দ্বারা গণনা করা যায়।

গণনা করা যায় বলে এ তিন প্রকার Noun হল 

  1. 1. Countable Noun.
  2. 2. Uncountable Noun:

যে Noun কে সংখ্যা দিয়ে গণনা করা যায় না কিন্তু ওজন দিয়ে পরিমাপ করা যায় অথবা কল্পনার সাহায্য অনুমান করা যায় তাদেরকে Uncountable Noun বলে।যেমন-

  • Honest tastes sweet.    
  • Water has no colour.
  • His kindness pleased all.   
  • He is loved by all for his simplicity.

উপরের প্রথম দুটি Sentense এর Underline করা শব্দগুলো যেমন- Honey এবং Water কোন সংখ্যা দ্বারা দ্বারা গণনা করা যায় না কেবল ওজন দ্বারা পরিমাপ করা যায়। তাই এরা Uncountable Noun. আবার শেষের দুটি Sentence িএ শব্দগুলো যেমন-Kindness এবং Simplicity কোন সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিংবা ওজন করা যায় না কেবল কল্পনা করা যায়। তাই এরা Uncountable Noun.

Material ও Abstract Noun গুলো এমন কিছুর নাম বুঝায় যাদের সাধারণত কোন সংখ্যা হয় না এবং তাদের গণনা করা যায় না।

তাই এ দুই প্রকার Noun হল

Uncontable Noun.

degree of comparison কাকে বলে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top