Number কাকে বলে ( number kake bole )
Number শব্দের অর্থ হল সংখ্যা বা বচন। ইংরেজি Sentence এ কোন কোন Noun বা pronoun দ্বারা শুধুমাএ এক ব্যক্তি ,বস্তু বা পদার্থের বুঝায়। আবার কোন কোন Noun বা pronoun দ্বারা একাধিক ব্যক্তি,বস্তু বা পদার্থকে বুঝায়। এভাবে Noun বা pronoun দ্বারা নির্দেশিত কোন ব্যক্তি ,বস্তু বা পর্দাথের সংখ্যাকেই Number বলে।
Number: যে Noun বা pronoun দ্বারা কোন ব্যক্তি ,বস্তু,প্রাণি বা পদার্থের সংখ্যা প্রকাশ করে ,তাকে Number বা বচন বলে। ইংরেজিতে
Number দু প্রকার ।যথা-
1.Singlar Number
2.Plural number
1.Singular Number বা একবচন কাকে বলে?
যে Noun বা pronoun দ্বারা একটিমাএ ব্যক্তি ,বস্তু বা প্রাণী বুঝায় ,তাকে Singular Number বলে। যেমন- Man,Army ,pen,Fox,I ,My,This,It etc.
2.Plural Number বহুবচন কাকে বলেঃ
যে Noun বা pronoun দ্বারা একের অধিক ব্যক্তি,বস্তু বা প্রাণী বুঝায়,তাকে plural Number বলে ।যেমন-Men,Armies,Pens,Foxed,We,These ,They etc.
Nubmerপরিবর্তর নিয়মাবলি
1.সাধারণত Singular Noun এর শেষে s যোগ করে Plural Number করা হয়।
Singular | Plural |
Book | Books |
Cow | Cows |
Dog | Dogs |
Pen | Pens |
Chair | Chairs |
Eye | Eyes |
2.Noun এর শেষে s,sh,ch (চ),x থাকলে es যোগ করে Plural হয়।
Singular | Plural |
Ass | Asses |
Gas | Cases |
Box | Boxes |
Fox | Foxes |
Note :ch এর উচ্চারণ ‘ক’এর মতো হলে Noun এর শেষে শুধু s যোগ করে Plural হয়।
Singular | Plural |
Monarch(মনার্ক) | Monarchs(মনার্কস) |
Stomach(স্টম্যাক) | Stomachs(স্টম্যাকস) |
3.Noun এর শেষে o এবং তার পূর্বে একটি Vowel থাকলে S যোগ করে plural হয়।
Singular | Plural |
BambooCookooHindoo | BamboosCookoosHindoos |
Singular | Plural |
RadioStudioFolio | RadiosStudiosStudiousFolios |
4.Noun এর শেষে o এবং তার পূর্বে Consonant থাকলে es যোগ করে plural করতে হয়।
Singular | Plural |
HeroNegro | HeroesNegroes |
Singular | Plural |
MosquitoPotato | MosquitoesPotatoes |
5 .Noun এর শেষে y এবং তার পূর্বে Vowel থাকলে s যোগ করে poural করতে হয়।
Singular | Plural |
Boy | Boys |
Toy | Toys |
Key | Keys |
Monkey | Monkeys |
Day | Days |
Play | Plays |
Ray | Rays |
6.Noun এর শেষে yএবং y এ পূর্বে Consonat থাকলে y পরিবর্তিত হয়ে। হয় এবং es যোগ হয়।
Singular | Plural |
ArmyBabyCity | ArmiesBabiesCities |
Singular | Plural |
DutyFlyLady | DutiesFliesLadies |
7.Nou এর শেষে f বা fe থাকলে f বা fe স্হানে ves যোগ করে plural করতে হয়।
singular | Plural |
KnifeLifeLeafLoaf | KnivesLivesLeavesLoaves |
Singular | Pluarl |
SelfShelfSheafSheafWife | SelvesShelvesSheavesWives |
8.কয়েকটি Noun এর শেষে f থাকলেও শুধূ s যোগ করে Plural করতে হয়।
Singular | Plural |
ChiefBriefBelief | ChiefsBriefsBeliefs |
Singular | Plural |
GulfProofRoof | GulfsProofsRoofs |
9.কতকগুলো Noun এর plural করার সময় শব্দের ভিতরের Vowel পরিবর্তন করতে হয়।
Singular | Plural |
ManWomanGentleman | MenWomenGentemen |
Singular | Plural |
FootToothGoose | FeetTeethGeese |
10.কয়েকটি Noun এর Singular থেকে plural করার সময় শব্দের ভিতরের Vowel এবং Consonant পরিবর্তন করতে হয়।
Singular | Plural |
Mouse | Mice |
Louse | Lice |
11.কয়েকটি Noun এর plural করার সময় en যোগ করতে হয়।
Singular | Plural |
OxBrother | OxenBrethren |
Singular | Plural |
Child | Children |
12.Compond Noun এর প্রধান word এর শেষে s যোগ করে অথবা প্রধান word এর Vowel পরিবর্তন করে plural করতে হয়।
Singular | Plural |
Son-in-lawDaughter-in-law | Sons-in-lawDaughters-in-law |
Singular | Plural |
Maid-servantStep -son | Maid-servantsStep-sons |
13.Compound Noun hyphen দ্বারা যুক্ত না হলে s যোগ করে plural করতে হয়।
Singular | Plural |
ArmchairBookcasePickpocket | ArmchtersBookcasesPickpockets |
Singular | Plural |
HandfulBagfulSpoonful | HandfulsBagfulsSpoonfuls |
14.কতকগুলো Noun এর singular এ দুটি অর্থ কিন্তু plural এ একটি অর্থ হয়ে থাকে। যেমন-
Singular | Plural |
AbuseForceFootHorse | AbusesForcesFeetHorse |
Number of Pronouns
Noun এর মত Pronoun এরও Number হয়। তবে pronoun কে Singular থেকে plural করার তেমন বাঁধা ধরা নিয়ম নেই। নিচে pronoun গুলোর Singular ও plural এর একটি ছক দেয়া হলোঃ
Person | Singular | Plural |
First Person | I (আমি)My (আমার)MineMe | We (আমরা)OurOursUs |
Second Person | YouYouryours | YouYourYours |
Third Person | HeSheHisHerHimHerItThisThat | TheyTheyTheirThemThemTheirTheyTheseThose |
Exercise
1.Multiple Choice Questions.
Choose the best answer from the alternatives:
a. Number কত প্রকার?
i.৩ প্রকার
ii.২ প্রকার
iii.৪ প্রকার
iv. ৫ প্রকার
b.যে Nou বা pronoun দ্বরা একটি মাএ ব্যক্তি ,বস্তু বা প্রাণীকে বুঝায়,তাকে বলে___,
1.Singular Number
ii.Number
iii.Plural Number
iv.Gender
c.Noun এর শেষে o এবং তার পূর্বে Consounant থাকলে __যোগ করে plural হয়।
i. s
ii. Ves
ii.fe
iii.ves
d.`Mosquitos’শব্দটির plural কোনিট ?
i.Mosquitos
ii.Mosquitoes
iii.Mosquites
iv.Mosquitoe
e.`My’ pronoun টির plural কোনটি?
i. Mine
ii..our
iii..Ours
iv.Me
2. Short Questions:
a.Number কাকে বলে?
b. Number কত প্রকার ও কী কী?
c. Singular Number কাকে বলে?উদাহরণ দাও।
d.Plural Number কাকে বলে?উদাহরণসহ বুঝিয়ে দাও।
3.Broad Questions:
a.Number কাকে বলে?উহা কত প্রকার ও কী কী?উদাহরণসহ বুঝিয়ে দাও।
b.Singular ও plural Number কাকে বলে?উদাহরণসহ বুঝিয়ে দাও।
Read More
Changing sentence rules for ssc
noun কাকে বলে কত প্রকার details in bengali
gender কাকে বলে? কত প্রকার ও কি কি?