ইংরেজি Sound  শব্দটির বাংলা অর্থ হলো শব্দ, আওয়াজ  ইত্যাদি। মানুষ বাকশক্তিসম্পন্ন প্রাণী। সে কথার মাধ্যমে মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে। মানুষের মুখের  এই কথাকে ভাষা বলে এবং এগুলো অর্থপূর্ণ ধ্বণি বা Sound ।  কাজেই আমরা সহজে বলতে পারি, কথা বা ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি বা Sound।

What is Sound?

কোনো Word  উচ্চারণ করার সময় মানুষ বাগযন্ত্রের সাহায্যে যে আওয়াজ সৃষ্টি করে তাকে  Sound বা ধ্বনি বলে।

Read More –

parts of speech bangla কাকে বলে? parts of speech কত প্রকার ও কি কি?

Number কাকে বলে ( number kake bole )

noun কাকে বলে কত প্রকার details in bengali

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top