১। পদ: সিভিল ইঞ্জিনিয়ার
যোগ্যতা: বি.এস.সি
অভিজ্ঞতা: প্রজেক্ট কনস্ট্রাকশনে ৩ বছরের অভিজ্ঞতা
—
২। পদ: কম্পিউটার অপারেটর
যোগ্যতা: এইচ.এস.সি
অভিজ্ঞতা: বিষয় সংশ্লিষ্ট কাজে বাংলা ও ইংরেজি টাইপে দক্ষতা
—
আগ্রহী প্রার্থীদের ১০ই মে, ২০২৫ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হলো। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
ঠিকানা:
জি. এম
করিম উল্লাহ গ্রুপ অফিস
৭ম তলা, করিম উল্লাহ মার্কেট